কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নে সমাজসেবামূলক কাজে অগ্রণী ভূমিকা রাখছেন উপজেলা বিএনপির সহ-সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ছয়সতী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জামান হোসেন। নিয়মিত সামাজিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় তিনি আজ শুক্রবার (৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ছয়সূতী বাসস্ট্যান্ড বাজারের পানিনিষ্কাশনের ড্রেন পরিষ্কার করেন। পাশাপাশি বাজারের ভেতরের রাস্তায় জমে থাকা দীর্ঘদিনের ময়লা-আবর্জনা পরিষ্কার করে দেন। এতে সাধারণ মানুষ দীর্ঘদিনের দুর্ভোগ থেকে স্বস্তি পেয়েছে।
প্রতি সপ্তাহে এখানে মহিলাদের একটি বিশেষ বাজার বসে, যা স্থানীয়ভাবে “বউ বাজার” নামে পরিচিত। এছাড়াও এটি একটি নিয়মিত বাজার ও বাসস্ট্যান্ড হওয়ায় ড্রেন পরিষ্কার কার্যক্রমে স্বস্তি পেয়েছেন অসংখ্য পথচারী ও ব্যবসায়ী।
এ ছাড়া জামান হোসেন প্রতি বছরের মতো এবারও তিন শতাধিক তালের বীজ রোপণ করেছেন। এর আগেও তিনি একাধিকবার এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম হাতে নিয়েছিলেন। তালের গাছ প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই স্থানীয়রা এ উদ্যোগকে ভবিষ্যত-ভিত্তিক মহৎ কাজ হিসেবে দেখছেন।
এ সময় ছয়সূতী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মামুন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি লিটন মিয়া, ছয়সূতী ইউনিয়ন জাসাসের সভাপতি আব্দুল্লাহ, ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক কিরন খান, ছাত্রদল নেতা মো. শাহিনসহ নেতাকর্মীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
স্থানীয়দের মতে, সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজে সেচ্ছাসেবক জামান হোসেনের নিয়মিত সম্পৃক্ততা ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করছে। তারা আশা প্রকাশ করেন, তিনি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবেন।