ঢাকা | বঙ্গাব্দ

ভোররাত পর্যন্ত কুলিয়ারচরে বিভিন্ন পূজামণ্ডপে বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের উপস্থিতি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কিশোরগঞ্জ কুলিয়ারচরে, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম কুলিয়ারচরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
  • আপলোড তারিখঃ 30-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 36327 জন
ভোররাত পর্যন্ত কুলিয়ারচরে বিভিন্ন পূজামণ্ডপে বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের উপস্থিতি ছবির ক্যাপশন: পূজামণ্ডপে বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম
ad728



কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কিশোরগঞ্জ কুলিয়ারচরে, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম কুলিয়ারচরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।


সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাত পর্যন্ত তিনি পৌরসভা ও উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এর মধ্যে কুলিয়ারচর পৌর এলাকায় কেন্দ্রীয় শ্রীশ্রী কালীবাড়ি, দাসপাড়া, বাজার, ঘোষপাড়া, টিয়াকাটা, ছয়সূতী ইউনিয়ন, হাজারীনগর, ফরিদপুর ইউনিয়ন ও সালুয়া ইউনিয়নের পূজা মণ্ডপ উল্লেখযোগ্য। এসময় শরীফুল আলমের সাথে উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


পূজামণ্ডপ পরিদর্শন শেষে হাজারীনগর সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীফুল আলম। তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু-মুসলমানের ঐতিহাসিক বন্ধন অটুট রাখা আমাদের দায়িত্ব। আমরা সবাই এই দেশের নাগরিক, এখানে সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বলে কিছু নেই।”


সভায় সভাপতিত্ব করেন প্রমোদ রঞ্জন ভৌমিক। বক্তব্য রাখেন লায়ন জিতেন্দ্র লাল ভৌমিক, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী শাহাদাৎ হোসেন শাহ্ আলম ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পীযূষ কান্তি ঘোষ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অরূপ রতন দাস বিজয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

শার্শায় সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে একই পরিবারের ১০ জন আহত