ঢাকা | বঙ্গাব্দ

মাদারীপুরে অবৈধ বালু উত্তোলন অব্যাহত: নদীভাঙনের ঝুঁকিতে স্কুল ও বসতবাড়ি

মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের ফরাজীর হাটখোলা এলাকায় আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাই আকনের নেতৃত্বে এই বালু উত্তোলন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
  • আপলোড তারিখঃ 15-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 67660 জন
মাদারীপুরে অবৈধ বালু উত্তোলন অব্যাহত: নদীভাঙনের ঝুঁকিতে স্কুল ও বসতবাড়ি ছবির ক্যাপশন: বালু উত্তোলনের দৃশ্য
ad728


মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের ফরাজীর হাটখোলা এলাকায় আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাই আকনের নেতৃত্বে এই বালু উত্তোলন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। ইতোমধ্যে নদীর পাড়ে অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকির মধ্যে পড়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে স্কুলটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এছাড়া আশেপাশের বহু বসতবাড়িও রয়েছে হুমকির মুখে।

এলাকার একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, "আমরা বারবার প্রশাসনকে জানালেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রভাবশালীরা নিজের ক্ষমতা ব্যবহার করে নদী থেকে অবাধে বালু তুলছে। এর কারণে আমাদের বসতভিটা আজ হুমকির মুখে।"

স্থানীয় ইউপি চেয়ারম্যান বা প্রশাসনের কোনো কর্মকর্তা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য না করলেও উপজেলা পরিষদ ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

উল্লেখ্য, নদী থেকে অনুমোদন ছাড়া বালু উত্তোলন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ও খনিজ সম্পদ উন্নয়ন আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। তবে প্রশাসনের নীরবতা ও প্রভাবশালীদের প্রশ্রয়ে এই ধরনের কার্যক্রম দিন দিন বেড়েই চলেছে বলে অভিযোগ স্থানীয়দের। তদন্ত ও ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি, বলছেন সচেতন মহল।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।