নিজস্ব প্রতিনিধি :
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা ইমপ্যাক্ট -৩য় পর্যায় (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় "সমন্বিত পারিবারিক খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক" প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তর অষ্টগ্রাম এর আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ অফিস প্রশিক্ষণ সেন্টারে ৫ দিন ব্যাপী পরিচালিত প্রশিক্ষণের এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবদুল আওয়াল, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও জার্নাল অব কান্ট্রি সম্পাদক নজরুল ইসলাম সাগর উপস্থিত ছিলেন।
উক্ত সমাপনী অনুষ্ঠানে দু'টি ব্যাচের চল্লিশ জন প্রশিণার্থীকে সনদপত্র, ব্যাগ ও সম্মানী প্রদান করা হয়।