ঢাকা | বঙ্গাব্দ

সন্তানদের মুঠোফোনে ব্যস্ত না রেখে বইপুস্তকে ব্যস্ত রাখতে হবে -জেলা প্রশাসক

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে ৭দিনব্যাপি একুশে বইমেলা শুরু হয়েছে। শুক্রবার(২১ফেব্রুয়ারি) বিকাল ৪টায় খাগড়াছড়ি শহরস্থ পৌর টাউন হল প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপি একুশে বইমেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
  • আপলোড তারিখঃ 21-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 219152 জন
সন্তানদের মুঠোফোনে ব্যস্ত না রেখে বইপুস্তকে ব্যস্ত রাখতে হবে -জেলা প্রশাসক ছবির ক্যাপশন: খাগড়াছড়িতে ৭দিনব্যাপি একুশে বইমেলা উদ্বোধন
ad728


খাগড়াছড়ি প্রতিনিধি: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে ৭দিনব্যাপি একুশে বইমেলা শুরু হয়েছে।

শুক্রবার(২১ফেব্রুয়ারি) বিকাল ৪টায় খাগড়াছড়ি শহরস্থ পৌর টাউন হল প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপি একুশে বইমেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

সপ্তাহব্যাপি একুশে বইমেলা ২১ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে আগামী ২৭ফেব্রুয়ারি পর্যন্ত। এ মেলায় প্রায় ২৫টি স্টল অংশগ্রহণ করেছে। এখানে জেলা প্রশাসন, জেলাগণগ্রন্থাগারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,স্থানীয় গ্রন্থাগার ও লাইব্রেরী অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন,  একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষার মাস। এটি সাহিত্য ও সংস্কৃতিসহ আমাদের জীবনের একটি গৌরবময় অধ্যায়। এবার জেলাবাসীর একটি প্রাণের দাবি ছিল একটি বইমেলা আয়োজন। আমরা এটা বাস্তবায়ন করেছি। এখানে প্রায় ২৫টির ও বেশি স্টল রয়েছে। তরুণ ও শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই আমাদের এই বই মেলার আয়োজন। তিনি আরও বলেন সন্তানদের মুঠোফোনে ব্যস্ত না রেখে বইপুস্তকে ব্যস্ত রাখতে। মোবাইল গেইমস,মাদক ও নেশাজাতীয় কোন দ্রব্য সেবনের হাত থেকে রক্ষা করার জন্য  আমাদের এই বইমেলার আযোজন।

এ সময় পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল,জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার,জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার,বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান