ঢাকা | বঙ্গাব্দ

পুলিশ কথা শোনে না, সরকার বলে কিছু আছে: প্রশ্ন মান্নার

  • আপলোড তারিখঃ 03-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 67478 জন
পুলিশ কথা শোনে না, সরকার বলে কিছু আছে: প্রশ্ন মান্নার ছবির ক্যাপশন: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না
ad728

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশের কোথাও পুলিশ কারও কথা শোনে না। সরকার বলে আদৌ কিছু আছে কি না—সেই প্রশ্ন এখন মানুষের মনে। তিনি বলেন, “প্রফেসর ইউনূস বলেছিলেন আমাদের টপ প্রায়োরিটি হলো পুলিশ সার্ভিস। আজ ১৩ মাস পর প্রশ্ন করছি—পুলিশ এখন কোথায় দায়িত্ব পালন করছে?”

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মান্না অভিযোগ করেন, পুলিশ ভীতসন্ত্রস্ত অবস্থায় আছে। সরকারের দায়িত্ব ছিল সবার আগে পুলিশ বাহিনীকে ঠিক করা। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের সঙ্গে স্থানীয়দের সংঘাত, প্রশাসনের অসহায়ত্ব ও নির্বাচনকালীন সহিংসতার বিষয়েও তিনি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। তার দাবি, সব রাজনৈতিক দল, সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে আলোচনায় বসে সুষ্ঠু ভোট আয়োজন নিশ্চিত করা উচিত।

সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাজনীতিতে এখন গালাগালি সংস্কৃতিতে পরিণত হয়েছে। নারীদের প্রতি বিদ্বেষমূলক আচরণ এবং মব জাস্টিসের ঘটনাগুলো সমাজে নতুন সংকট তৈরি করছে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, জনগণ ভোটের মাধ্যমে ঠিক করবে দেশের ভবিষ্যৎ কেমন হবে। নির্বাচনী পদ্ধতি, সংসদের কাঠামো ও রাষ্ট্রের ক্ষমতার বিন্যাস বিষয়ে জনগণের অনুমোদন জরুরি বলে মন্তব্য করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পোরশায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুরের গণসংযোগ ও লিফলেট বিতরণ