ঢাকা | বঙ্গাব্দ

পল্লী সঞ্চয় ব্যাংকের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

পল্লী সঞ্চয় ব্যাংকের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে
  • আপলোড তারিখঃ 28-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 22227 জন
পল্লী সঞ্চয় ব্যাংকের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ছবির ক্যাপশন: বুনিয়াদী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
ad728




স্টাফ রিপোর্টার:

পল্লী সঞ্চয় ব্যাংকের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ রুমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ্ চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এতে পল্লী সঞ্চয় ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।


 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মো: আব্দুল খালেক, ব্যাংকের পরিচালক এবং বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম তালুকদার।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু। এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকগণসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই বুনিয়াদি প্রশিক্ষন ব্যাংকের মানবসম্পদের ব্যাংকিং জ্ঞান ও কর্মদক্ষতা বৃদ্ধি করবে। এর ফলে, দারিদ্য বিমোচন এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে পল্লী সঞ্চয় ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তারা বিশেষ ভূমিকা রাখতে পারবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।