আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে গন্ডামারা ইউনিয়নে পুকুরে ডুবে সাজিদুল করিম আবরার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) আনুমানিক সকাল ৭টার দিকে ৯ নম্বর ওয়ার্ডের বড়ঘোনায় এই মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত আবরার ওই ওয়ার্ডের রশিদ মেম্বারের বাড়ির দুবাই প্রবাসী মোহাম্মদ ফারুক আজমের ছেলে।
শিশুটির মামা কাজী মহিব উল্লাহ্ জানিয়েছেন, ঈদুল আজহা উপলক্ষে প্রবাসী ফারুক আজম পরিবার নিয়ে নিজ বাড়ি বাঁশখালীতে আসেন।সকালে সবার অজানান্তে আবরার পুকুরে ডুবে যায়। তাকে ভাসমান অবস্থায় দেখে তার মায়ের চিৎকারে আত্মীয়-স্বজনরা এসে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, গন্ডামারা ইউনিয়নে পানিতে ডুবে এক শিশু মারা গেছে বলে শুনেছি।