ঢাকা | বঙ্গাব্দ

মাওলানা রিজওয়ান রফিকীর ভাইরাল ছবি নিয়ে যা বললেন

  • আপলোড তারিখঃ 12-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 73787 জন
মাওলানা রিজওয়ান রফিকীর ভাইরাল ছবি নিয়ে যা বললেন ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

স্টাফ রিপোর্ট: সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবি নিয়ে বিভ্রান্তিতে পরেছেন ধর্মীয় আলোচক মাওলানা রিজওয়ান রফিকী। তিনি বলেন "সম্প্রতি একটি ফটো আমাকে নিয়ে ভূল তথ্য ছড়ানো হচ্ছে। আমি ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি! কিন্তু বিষয়টি সত্য নয়। এটা কয়েকবছর আগের একটি পিকচার। জাতীয় উলামা-মাশায়েখ আয়েম্মা পরিষদের সদস্য ফরম পূরণের।আবরার ভাই ( রেজাউল করিম আবরার), গাজী আতাউর রহমান হাফি. ও নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম দা.বা. এর আগ্রহ ও নির্দেশে পূরণ করেছিলাম।

মূলত জাতীয় উলামা-মাশায়েখ আয়েম্মা পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি অঙ্গসংগঠনও বটে। আয়েম্মা পরিষদে শুধু আমি নই, যে কেউ আসতে পারে, আহলে হক্বের সকল ঘরানার আলেমদের অংশগ্রহণ আছে এখানে। আমিও ঠিক তেমনি। বাকি রাজনৈতিকভাবে আমি কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত নই। কিন্তু অনেকে এই পিকচারকে সামনে রেখে লিখছেন, আমি ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি। বিষয়টি ঠিক নয়। তবে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জমিয়ত, খেলাফত আন্দেলন, ইসলামী ঐক্যজোটসহ আহলে হকের যেকোনো সংগঠনকে আমি ভালোবাসি। কিন্তু রাজনীতি করার জন্য যে পরিমান বয়স, সময় ও যোগ্যতা দরকার সেটা আমার মধ্যে অনুপস্থিত।

উপরন্তু আমার ইসলাহী মুরুব্বী আছেন। রাজনীতি করার জন্য শায়খের অনুমতি এখনও পাইনি। তাছাড়া আমার রাহবার ছিলেন আল্লামা জুনাঈদ বাবুনগরী রহি.। হযরতের আদেশ ছিলো, যতদিন হে-যবুত তওহীদ নিষিদ্ধ না হবে, ততদিন কোনো নির্দিষ্ট দল না করা এবং কারো বিরোধিতাও না করা। যে কারণে আহলে হক হিসাবে, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জমিয়ত, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোটসহ সকল রাজনৈতিক সংগঠনকে আমি ভালোবাসি। কারো বিরোধিতা করা আমার কাজ নয়।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল