ঢাকা | বঙ্গাব্দ

কসবায় স্ত্রী ও শ্যালিকার খুনের আসামী ছামিউল চট্টগ্রামে গ্রেফতার

ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার কসবার চাঞ্চল্যকর জোড়া খুনের অভিযুক্ত আসামী ছামিউল ইসলামকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। গত মঙ্গলবার বিকেলে প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম শহরের বাকলিয়া এলাকার একটি আবাসিক হোটেল থেকে কসবা থানার ওসি তদন্ত রিপন দাসের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। ওইদিন রাতেই তাকে কসবা থানায় আনা হয়।
  • আপলোড তারিখঃ 06-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 4208 জন
কসবায় স্ত্রী ও শ্যালিকার খুনের আসামী ছামিউল চট্টগ্রামে গ্রেফতার ছবির ক্যাপশন: জোড়া খুনের অভিযুক্ত আসামী ছামিউল ইসলাম
ad728


অধ্যাপক শেখ কামাল উদ্দিন :

ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার কসবার চাঞ্চল্যকর জোড়া খুনের অভিযুক্ত আসামী ছামিউল ইসলামকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।

গত মঙ্গলবার বিকেলে প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম শহরের বাকলিয়া এলাকার একটি আবাসিক হোটেল থেকে কসবা থানার ওসি তদন্ত রিপন দাসের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। ওইদিন রাতেই তাকে কসবা থানায় আনা হয়।

গ্রেফতারকৃত ছামিউল ইসলাম ওরফে ছামির পাশ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের ফারুক মিয়ার ছেলে। গত ২ মার্চ রাতে সে পারিবারিক কলহের জেরে  স্ত্রী ও দেখে ফেলায় শ্যালিকাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গিয়েছিলো। 

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের ০৫ মার্চ দুপুরে ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছামিউল স্বীকারোক্তি দেয় স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের কারণে স্ত্রীকে হত্যা করে বলে জানায়। স্ত্রীকে হত্যার সময় শ্যালিকা স্মৃতি আক্তার দেখে ফেলায় তাকেও শ্বাসরোধে হত্যা করে। ছামিউলকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শ্বশুরবাড়ীতে বেড়াতে এসে স্ত্রী ও শ্যালিকাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠে স্বামী ছামিউল ইসলামের বিরুদ্ধে।

রোববার (২ মার্চ) রাতে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ধ্বজনগর গ্রামের মৃত রৌশন মিয়ার মেয়ে ছামিউলের স্ত্রী জোতি আক্তার (২০) ও শ্যালিকা স্মৃতি আক্তার (১৩)। ঘটনার পর প্রকাশ হওয়ার আগেই ছামিউল পালিয়ে চট্টগ্রামের একটি আবাসিক হোটেলে অবস্থান নেন । মঙ্গলবার  বিকেলে  প্রযুক্তির সহায়তায় পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। 


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

৬০ বিজিবি’র খাদলা বিওপির অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন