ঢাকা | বঙ্গাব্দ

বাজিতপুরে অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
  • আপলোড তারিখঃ 03-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 52439 জন
বাজিতপুরে অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান ছবির ক্যাপশন: জব্দ করা জাল
ad728



ইফরানুল হক সেতু,বাজিতপুর প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।  আজ মঙ্গলবার উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন বাজিতপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব মো: আশরাফুল ইসলাম রিয়েল, তার সঙ্গে ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই, শাহীন মিয়া অফিস সহকারীসহ মৎস্য বিভাগের একটি টিম। এছাড়া অভিযান কার্যক্রমে সহযোগিতা করে বাজিতপুর থানা পুলিশ।


অভিযান চলাকালীন বিভিন্ন হাটবাজার ও নদীপাড় ঘুরে অবৈধভাবে ব্যবহৃত চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয় এবং তাৎক্ষণিকভাবে সেগুলো ধ্বংস করা হয়।


মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল জানান, "মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবহার বন্ধে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। এসব জাল দেশীয় মাছের উৎপাদনে বিরূপ প্রভাব ফেলে। জনস্বার্থে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।"


স্থানীয় জনগণ এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের অভিযান হলে জলজ জীববৈচিত্র্য সংরক্ষিত থাকবে এবং জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা মিলবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল