আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:
সেন্টমার্টিনে পানির নিচে শতাধিক বাড়ি, দ্বীপের চারপাশে ভাঙন ধরে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হচ্ছে লোকালয় বসত ঘরবাড়ি।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট উচ্চতায় প্রবাহিত হয়ে দ্বীপের চারপাশে ভাঙন দেখা দিয়েছে । এছাড়া স্রোতধারায় জোয়ারের পানি লোকালয়ে ঢুকে সেন্টমার্টিনের অন্তত শতাধিক ঘরবাড়ি তলিয়ে গেছে, ভাসিয়ে নিয়ে যাচ্ছে প্রয়োজনীয় আসবাব। ঘাটে নোঙরে থাকা বেশ কয়েকটি মাছ ধরার ট্রলার সাগরের পানির ঢেউয়ের আঘাতে বিধ্বস্ত হয়েছে।
স্থানীয় ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টির পর বৈরী আবহাওয়ায় স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি চার-পাঁচ ফুট বেড়ে যাওয়ায় দ্বীপের গলাচিপা, কোনাপাড়া, দক্ষিণপাড়া পানিতে তলিয়ে গেছে। এতে অন্তত শতাধিক ঘরবাড়ি পানিবন্দি হয়ে পড়েছে।
তিনি জানান, রাতে বাতাস একটু কমলেও হোটেল-মোটেলসহ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়। এছাড়া বিএন স্কুলকে আশ্রয়কেন্দ্র করা হয়েছে। শুক্রবার (৩০ মে) ভোররাতে আবারও ঝড়ো বাতাস বয়ে গেছে। অব্যাহত রয়েছে ভারী বর্ষণ।