ঢাকা | বঙ্গাব্দ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা হেড মাঝিকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়াতে রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ নুরকে (২৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার(৪মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ২০ নং রোহিঙ্গা ক্যাম্পের এম-৩২ ব্লকে এই ঘটনাটি ঘটেছে। মোহাম্মদ নুর ওই ব্লকের আবু সৈয়দের ছেলে।
  • আপলোড তারিখঃ 05-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 5362 জন
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা হেড মাঝিকে কুপিয়ে হত্যা ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728



০৪ রমজান, ইফতার : ৬-০৫ মিঃ


নিজস্ব প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়াতে রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ নুরকে (২৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার(৪মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ২০ নং রোহিঙ্গা ক্যাম্পের এম-৩২ ব্লকে এই ঘটনাটি ঘটেছে। মোহাম্মদ নুর ওই ব্লকের আবু সৈয়দের ছেলে।


১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সিরাজ আমিন স্থানীয় বাসিন্দাদের বরাতে জানান, মসজিদে তারাবির নামাজ শেষ করে নিজের ঘরে ফিরছিলেন তিনি। ফেরার পথেই তাকে এলোপাতাড়ি কোপায় দুর্বৃত্তরা,এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 


তিনি জানান, গত রমজানেও নিহত মোহাম্মদ নুরকে কুপিয়ে ছিল দুর্বৃত্তরা। ব্যক্তিগত কোনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। তদন্তের পর হত্যার মূল রহস্য জানা যাবে। হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন জানিয়েছেন, নুরের মরদেহ ময়নাতদন্তের পর তার  পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনে রাখার দাবীতে শরীয়তপুরে মানববন্ধন