ঢাকা | বঙ্গাব্দ

কাজী নজরুল

কাজী নজরুল
  • আপলোড তারিখঃ 25-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 61139 জন
কাজী নজরুল ছবির ক্যাপশন: আমিনুল হক নজরুল
ad728

কাজী নজরুল

-আমিনুল হক নজরুল


কাজী নজরুল!

তোমার কথার আঁচড়ে-

পৃথিবী মাতে,   

এক দানা মুক্তির গান।   

 

অন্ধকারে আলো,   

সংগ্রামের আলিঙ্গন,   

মানবতাকে করে চুম্বন-

শুধু ভালোবাসা। 

 

তুমি ক্ষণিকের জীবনে   

বিশ্বজুড়ে অমলিন,   

তুমি স্বপ্নের দেশে-

পা রাখতে শিখিয়েছো।   

 

তোমার বিদ্রোহে

ধরনীর তরে-

এক নতুন বেহুলা,   

মুক্তির দিশারী।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

সোনাগাজীতে পরিত্যক্ত ঘর থেকে যৌথবাহিনীর অস্ত্র উদ্ধার