কাজী নজরুল
-আমিনুল হক নজরুল
কাজী নজরুল!
তোমার কথার আঁচড়ে-
পৃথিবী মাতে,
এক দানা মুক্তির গান।
অন্ধকারে আলো,
সংগ্রামের আলিঙ্গন,
মানবতাকে করে চুম্বন-
শুধু ভালোবাসা।
তুমি ক্ষণিকের জীবনে
বিশ্বজুড়ে অমলিন,
তুমি স্বপ্নের দেশে-
পা রাখতে শিখিয়েছো।
তোমার বিদ্রোহে
ধরনীর তরে-
এক নতুন বেহুলা,
মুক্তির দিশারী।