ঢাকা | বঙ্গাব্দ

ফিলিস্তিনিদের উপর ইসরাইলের অমানবিক হামলার প্রতিবাদে কুড়িগ্রামে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

  • আপলোড তারিখঃ 09-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 143252 জন
ফিলিস্তিনিদের উপর ইসরাইলের অমানবিক হামলার প্রতিবাদে কুড়িগ্রামে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবির ক্যাপশন: কুড়িগ্রাম জেলায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
ad728

আব্দাহিয়ুর রহমান আপেল(কুড়িগ্রাম প্রতিনিধি) :   

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অমানবিক ও নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী,  কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জামাতে ইসলামী বাংলাদেশ কুড়িগ্রাম জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি এডভোকেট ইয়াসিন আলী সরকার। ছাড়াও আরো বক্তব্য রাখেন-  জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. শাহজালাল সবুজ, মাওলানা আব্দুল হামিদ মিয়া, জেলা কর্ম পরিষদ সদস্য জহুরুল ইসলাম, কুড়িগ্রাম সদর উপজেলা আমির শামসুল হুদা মিঠু, শহর সেক্রেটারি মতিউর রহমান প্রমুখ।

বিক্ষোভ মিছিল টি জেলা জামায়াতের জেলা কার্যালয় থেকে আরম্ভ হয়ে শহরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস মোড় সংলগ্ন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।