ঢাকা | বঙ্গাব্দ

ভূল

  • আপলোড তারিখঃ 09-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 115856 জন
ভূল ছবির ক্যাপশন: কবিতা: ভূল
ad728

নজরুল ইসলাম সাগর


আমিতো আমার
ভূলের রাজ্যেই ডুবে আছি।
আমি যখন বারবার
নিজের কাছেই প্রতারিত হয়েছি,
তখন-
তুমিতো তোমার আশ্রয় থেকে
আমায় দুরে ঠেলে দাওনি
আমি যখন
ভূলের রাজ্যে হাবুডুবু খাই
তখন-
তুমিইতো আমার হাতে তুলে দাও
আলোর মশাল হে দয়াময়।
তবুও,
আমি ভূলে যাই আমার
আপন ভূবন, আপন স্বত্ত্বা।
আমি যে পথহারা
ক্লান্ত পথিক,
মাঝিহীন নৌকার মত
ভুল যাই আমার আপন ঠিকানা।।


লেখক: সম্পাদক, জার্নাল অব কান্ট্রি

নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত