ঢাকা | বঙ্গাব্দ

পতেঙ্গায় ২৬ লাখ টাকার পণ্যসহ ছয় পাচারকারী আটক

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে আসা ২৬ লাখ টাকার বার্মিজ পণ্যসহ ৬ পাচারকারীকে আটক করেছে চট্টগ্রাম কোস্ট গার্ড।
  • আপলোড তারিখঃ 07-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 978 জন
পতেঙ্গায় ২৬ লাখ টাকার পণ্যসহ ছয় পাচারকারী আটক ছবির ক্যাপশন: ২৬ লাখ টাকার পণ্যসহ ছয় পাচারকারী
ad728



আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে আসা ২৬ লাখ টাকার বার্মিজ পণ্যসহ ৬ পাচারকারীকে আটক করেছে চট্টগ্রাম কোস্ট গার্ড।


আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।



তথ্যে জানাতে গিয়ে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাত ৩টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক পতেঙ্গা সি-বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে আসা প্রায় ২৬ লাখ টাকার ১২ হাজার ৫০০ প্যাকেট সিগারেট, ৪৫টি বার্মিজ শাড়িসহ অন্যান্য পণ্য এবং পাচারকাজে ব্যবহৃত ১টি বোটসহ ৬ পাচারকারীকে আটক করা হয়।


জব্দকৃত পণ্য,পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।


তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান