খাগড়াছড়ি প্রতিনিধি।। "তোমার আমার বাংলাদেশে,ভোট দিব মিলেমিশে" এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
রবিবার (০২মার্চ) সকালে খাগড়াছড়ি জেলা অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে জেলা কার্যালয়ে প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
আলোচনা সভায় প্রধান অতিথি'র বক্তব্যে জেলা প্রশাসক এ. বি. এম. ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, আমরা ভোটারদের কাছে তাদের অধিকার ফিরিয়ে দিতে চাই।তাই নতুন ভোটার কার্যক্রমের তালিকায় যাতে কোন নাগরিক বাদ না পড়ে। সে বিষয়ে তিনি সকলকে সতর্ক থাকার জন্য আহবান জানান। পাশাপাশি তিনি সারা বছরই ভোটার কার্যক্রম চলমান থাকবে বলে ও জানান।
এ সময় খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, সদর উপজেলা কর্মকর্তা সুজন চন্দ্র রায় , খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।