ঢাকা | বঙ্গাব্দ

চুরি ও বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া প্রসঙ্গে।

০২. প্রশ্ন :-আমার বিভিন্ন জিনিস প্রায়ই চুরি হয়ে যায়। এ থেকে পরিত্রাণের জন্য কোন আমল বা দোয়া আছে কি?
  • আপলোড তারিখঃ 11-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 128074 জন
চুরি ও বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া প্রসঙ্গে। ছবির ক্যাপশন: ছবি: আজকের সংবাদ
ad728

০২.উত্তর :- চুরি থেকে রক্ষা পেতে হলে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে এবং টাকা বা জিনিসপত্র রাখার সময় বা দরজা বা আলমারী বন্ধ করার সময় বিসমিল্লাহ বলতে হবে। কারণ বিসমিল্লাহ বলা হ’লে শয়তান সে দরজা বা প্রতিবন্ধক খুলতে পারে না।
(ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ১৯/৩৫; ইবনু হাজার, ফাৎহুল বারী ১১/৮৭-৮৮)
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘পাত্র আবৃত কর, মশক বেঁধে দাও, দরজা বন্ধ করে দাও, বাতি নিভিয়ে দাও। যেহেতু শয়তান (বিসমিল্লাহ বলে) বাঁধা মশক খোলে না, বন্ধ দরজা খোলে না এবং ঢাকা পাত্রও খোলে না’।
(মুসলিম হা/২০১২; মিশকাত হা/৪২৯৬)
তাছাড়াও বাড়িতে আয়াতুল কুরসী ও সূরা বাক্বারাহ নিয়মিত পাঠ করবে, তাহলে আল্লাহ দুনিয়াবী বিপদ-আপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ।
(মুসলিম হা/৮০৪; মিশকাত হা/২১২০)
অন্য হাদীছে এসেছে, রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি রাত্রিতে সূরা বাক্বারাহর শেষ দুই আয়াত পাঠ করবে, তার জন্য সেটি যথেষ্ট হয়ে যাবে’। (বুখারী মুসলিম, মিশকাত হা/২১২৫)


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত