ঢাকা | বঙ্গাব্দ

‎আমার গাঁও

আমার গাঁও
  • আপলোড তারিখঃ 30-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 55469 জন
‎আমার গাঁও ছবির ক্যাপশন: কবি মুহাঃ মুনিরুল ইসলাম (মনির)
ad728

আমার গাঁও

✍️ মুহাঃ মুনিরুল ইসলাম (মনির)

‎তেপান্তরের দ্বার-খোলা

‎পবনে ক্ষেত দেয়-দোলা,

‎অম্বর কোণে শুভ্র মেঘ

‎রাখাল ছোটে পথভোলা।

‎আঁকাবাঁকা গাঁয়ের বাট

‎বটের ছায়ায় বসে হাট,

‎রাখাল ছেলের গরুর পাল

‎চরে বেড়ায় সবুজ মাঠ।

‎আমার গাঁয়ের মেঠো পথ

‎সেথায় চলে গরুর রথ,

‎বউ-ঝিয়েরা নদীর পার

‎মায়াবী মুখ, নাকে নথ।

‎একবার আমায় যেতে দাও

‎স্বপ্নে ঘেরা ছোট্ট গাঁও,

‎সবুজ শ্যামল বৃক্ষ-বন

‎ঝিলের জলে চড়বো নাও।

‎গ্রামটি আমার শাহপাড়া

‎ভাল্লাগে না গাঁও ছাড়া,

‎শীতল পবন সদা বয়

‎গাঁয়ের দৃশ্য হৃদ-কাড়া।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নবীনগরে জুলাই গণঅভ্যুত্থানে ৫ শহীদের সমাধিতে শ্রদ্ধা