ঢাকা | বঙ্গাব্দ

কমলগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার

  • আপলোড তারিখঃ 28-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 82476 জন
কমলগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার ছবির ক্যাপশন: ছবি:- জার্নাল অব কান্ট্রি
ad728

আনহার আলী  মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর এলাকায় সোমবার (২৭) এপ্রিল মামা কর্তৃক ভাগনিকে (শিশু) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামা কান্ত মালাকার নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে পতনউষার ইউনিয়নের লক্ষীপুর গ্রামের তানু মালাকারের ছেলে। আটকের সত্যতা নিশ্চিত করেছেন কমলগঞ্জ পুলিশ ফাঁড়ি শমশেরনগর।

পুলিশ ও অভিযোগ সুত্রে জানা যায়, মামা কান্ত মালাকার পটেটো চিপস এর লোভ দেখিয়ে আপন ভাগ্নীকে নিজ বসত ঘরে ধর্ষন করে।পরে মা ইতি রানি শিশুটিকে (৭) কান্না করে দেখে জানতে চাইলে মামা তাকে ধর্ষন করেছে বলে জানায়। ঘটনার পর শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরদিন নির্যাতিত শিশুটির মা ইতি রানি মল্লিক বাদী হয়ে কমলগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত কান্ত মালাকারকে শমশেনগর পুলিশ ফাড়ি সোমবার ভোর সাড়ে ৪টার গ্রেপ্তার করেছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো. মুস্তাফিজ ভূইয়া বলেন,‌‘আসামি কান্ত মালাকারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত