ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে হাঁসের মালিকানা নিয়ে দ্বন্দ্বে ১ জনকে গলা টিপে হত্যা

চট্টগ্রামের মিরসরাইয়ে হাঁস নিয়ে কথা কাটাকাটির জেরে ফজলুল করিম (৭০) নামে এক বৃদ্ধকে গলাটিপে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৬মে) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
  • আপলোড তারিখঃ 06-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 124114 জন
চট্টগ্রামে হাঁসের মালিকানা নিয়ে দ্বন্দ্বে ১ জনকে গলা টিপে হত্যা ছবির ক্যাপশন: নিহত ফজলুল করিম, ছবি: আমিনুল হক
ad728



আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে হাঁস নিয়ে কথা কাটাকাটির জেরে ফজলুল করিম (৭০) নামে এক বৃদ্ধকে গলাটিপে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৬মে) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

ফজলুল করিম মিরসরাই উপজেলার মধ্যম মায়ানী গ্রামের শেখ হামিদ মুহুরী বাড়ির মরহুম শেখ আহমদের ছেলে।


জানা যায়, হাঁসের মালিকানা নিয়ে পাশের বাড়ির ফয়েজ উল্লাহর ছেলে মো: জাকারিয়া জাহেদের সাথে তার কথা কাটাকাটি হয়। এ সময় জাকারিয়া ওই বৃদ্ধকে কিলঘুষি দিতে থাকে।এবং গলা টিপে ধরলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে বাড়িতে নেয়ার পথে তার মৃত্যু হয়।


ফজলুল করিমের ছোট ভাই বজলুল করিম জানিয়েছেন, গত দু’দিন আগে তারা আমার ভাইয়ের চার থেকে পাঁচটি হাঁস নিয়ে যায়। আজ সকালে তাকে দেখতে পেয়ে আমার ভাই জিজ্ঞেস করতে যায়। কথা বলার একপর্যায়ে জাকারিয়া আমার ভাইকে কিল ঘুষি দিয়ে গলা টিপে ধরলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে বাড়ির মানুষের চিৎকারে আমরা বের হয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসার পথে তিনি মারা যান। সে আমার ভাইকে হত্যা করেছে। আমরা মমলার প্রস্তুতি নিচ্ছি।


এ বিষয়ে অভিযুক্ত জাকারিয়া জাহেদের সাথে ফোন কলে কথা বলার চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।


ঘটনার সত্যতা স্বীকার করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মায়ানীতে হাঁস নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গলা চেপে ধরলে বৃদ্ধ মারা যান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলেও জানান এই কর্মকর্তা।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।