আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলীর ক্রসিং মোড়ে ১০ একর জমিতে নির্মিত হতে যাচ্ছে ৫০০ শয্যার আধুনিক হাসপাতাল। চীন সরকারের অর্থায়নে নির্মিতব্য এ হাসপাতালকে ঘিরে দক্ষিণ চট্টগ্রামের প্রায় অর্ধ কোটি মানুষের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা হবে বলে সর্বসাধারণের আশা।
স্বাধীনতার ৫৫ বছর পর দেশের অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের ফলে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগমের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রকল্পটি আলোর মুখ দেখতে যাচ্ছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, ক্রসিং মোড় এলাকায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে এই হাসপাতালের নির্মাণকাজ সম্পন্ন করে স্বাস্থ্যসেবা চালু করা সম্ভব হবে বলেও আশা করি।
স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম জানান, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি থাকে। অনেক সময় রোগীদের টয়লেটের পাশেও চিকিৎসা নিতে হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য দক্ষিণের কর্ণফুলী এবং উত্তরের হাটহাজারীতে দুটি পৃথক হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি বলেন, দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, বাঁশখালী, আনোয়ারা, বোয়ালখালীসহ আশপাশের উপজেলা এবং রাঙামাটি-কাপ্তাই অঞ্চলের মানুষ এই হাসপাতাল থেকে সরাসরি উপকৃত হবেন। ভবিষ্যতে এখানে একটি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
এর আগে ১৬ মার্চ চীনের অর্থায়নে হাসপাতাল নির্মাণের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শনে যান তিনি। কর্ণফুলী উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন গ্রামে ভূমিদাতা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে বৈঠক করেন।