গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে লামকাইন ওয়াহেদিয়া দাখিল মাদরাসার সাবেক ছাত্রবৃন্দ ও নূরানী হাফেজিয়া মাদরাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে তিনদিনব্যাপী ১৫ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও জ্ঞান প্রতিযোগিতা গত শুক্রবার মাদরাসা প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে।
শেষদিনে শুক্রবার রাতে ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম- আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম- আহবায়ক এ্যাডঃ আল ফাতাহ্ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সহকারি মহাসচিব অধ্যাপক জাকারিয়া শরীফ।
দত্তের বাজার ঈদগাহ মাঠে ইমাম মাওলানা রইছ উদ্দিন এর সভাপতিত্বে সম্মেলনে ওয়াজ করেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিশিষ্ট আলেম উলামাগণ।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) ফজর নামাজের পর বয়ান ও মোনাজাত পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওঃ হাফেজ সালাহ্ উদ্দিন নয়নপুরী।