আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামের সন্দ্বীপে মো. শিপন (৪২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে মাইটভাঙ্গা ইউনিয়নের পাঁচ আইন্না গোপাট এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত শিপন মগধরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আনসারুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিপন মোটরসাইকেলে করে নোয়ার হাট থেকে শিবের হাটে যাচ্ছিলেন। পথের এক নির্জন স্থানে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করেন।কোপানোর আঘাতে তার শরীর থেকে একটি হাত ও মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তবে তার আগেই শিপনের মৃত্যু হয়।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আলম চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।