নিজস্ব প্রতিনিধি (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জ জেলা কারাগারে হাজতি সুজিত চন্দ্র দে (৪০) মারা গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেল সুপার রীতেশ চাকমা।
কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঢাকী ঠাকুরহাটি গ্রামের বাসিন্দা সুজিত চন্দ্র দে গতরাত ২টা ২০ মিনিটে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। জানা গেছে, ১টা ৪০ মিনিটে তার বুকে প্রচন্ড ব্যথা শুরু হলে, তাকে দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমা এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "গতরাত ১টা ৪০ মিনিটে সুজিত চন্দ্র দে'র বুকে প্রচন্ড ব্যথা শুরু হলে আমরা তাকে দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।"
সুজিত চন্দ্র দে ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দী ছিলেন। তিনি মিঠামইন থানার বিস্ফোরক উপাদান আইনসহ সংঘর্ষের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।