তোমার প্রেমের চুম্বকীয় টান
-আমিনুল হক নজরুল
তোমার প্রেমের চুম্বকীয় টান আমাকে প্রতিনিয়ত এলোমেলো করে দেয়।
যেন এক অদৃশ্য ঢেউ, যা আমার হৃদয়কে টেনে নেয় তোমার দিকেই।
আমি চাই স্বাভাবিক থাকতে, গুছিয়ে কথা বলতে—কিন্তু পারি না।
তোমার চোখে চোখ রাখলেই শব্দেরা গলে যায়, শুধু নীরবতা শাসন করে সময়।
তোমার হাসি আমার ভেতরকার সমস্ত সংগীতকে জাগিয়ে তোলে।
তুমি না বললেও আমি শুনতে পাই,
তোমার স্পর্শহীন ভালোবাসা আমার ত্বকে হেঁটে বেড়ায় প্রতিদিন।
তুমি আছো বলেই আমার আকাশে সন্ধ্যার রঙ গাঢ় হয়ে ওঠে,
তোমার অনুপস্থিতিতে নিঃশ্বাস নিতেও ভয় হয়।
তোমার প্রতি এই আকর্ষণটা বুঝি শুধু প্রেম নয়,
এ যেন এক চিরন্তন বন্ধন,
যার ব্যাখ্যা বিজ্ঞানের বইয়েও নেই।
তোমার প্রেম আমাকে এলোমেলো করে,
আর আমি ঠিক সেই এলোমেলোতেই বেঁচে থাকি।
কারণ ভালোবাসা যদি হিসেবের হতো,
তাহলে আমি তোমায় খুঁজে পেতাম না কখনো।
বলবে, আমি এই এলোমেলো পৃথিবিতে তোমার ছায়া হয়ে থাকি?