ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে খাল খননে চসিকের সহযোগীতা চায় জামায়াত

চট্টগ্রাম নগরীর বির্যা খাল খননে সিটি কর্পোরেশনের সহযোগীতা চেয়েছে জামায়াতে ইসলামী।
  • আপলোড তারিখঃ 15-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 10224 জন
চট্টগ্রামে খাল খননে চসিকের সহযোগীতা চায় জামায়াত ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি:  চট্টগ্রাম নগরীর বির্যা খাল খননে সিটি কর্পোরেশনের সহযোগীতা চেয়েছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার(১৫ এপ্রিল) মেয়েরের সাথে সাক্ষাৎ করে দলটির পক্ষ থেকে এ আগ্রহের কথা জানানো হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এ সময়ে জানান “জলাবদ্ধতা চট্টগ্রাম নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির কারণ। এই সমস্যা সমাধানে দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। বীর্যা খাল খননে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগিতার আগ্রহকে আমরা স্বাগত জানাই।”

নগরীর টাইগারপাসস্থ চসিক প্রধান কার্যালয়ে মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ ও চট্টগ্রাম মহানগরের আমীর সাবেক এমপি শাহজাহান চৌধুরী। তার নেতৃত্বে একটি টেকনিক্যাল টিম এসময় চসিকের সঙ্গে বৈঠক করে।

সাক্ষাৎ এর সময়ে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, তারা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নগরীর জলাবদ্ধতা নিরসনে বীর্যা খাল পুনঃখননের একটি উদ্যোগ গ্রহণ করেছে। তারা এই কাজে চসিকের সহযোগিতা কামনা করে।

বৈঠকে চসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের জনকল্যাণমুখী উদ্যোগে কর্পোরেশন সবসময় সহযোগিতা করে আসছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।

বৈঠকে বীর্যা খাল খননে যৌথভাবে কীভাবে কার্যক্রম পরিচালনা করা যায়, কী ধরণের সহায়তা চসিক দিতে পারে, সে বিষয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন চসিক সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, জামায়াতের টেকনিক্যাল টিমের সদস্যবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার