মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কটিয়াদী নজরুল একাডেমির কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৭টায় কটিয়াদী নজরুল একাডেমির আয়োজনে আয়োজনে অনুষ্ঠিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল একাডেমির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাংকার এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আঃ রউফ খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী নজরুল একাডেমির উপদেষ্ঠা ও ডাঃ মান্নান মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ছিদ্দিকুর রহমান, মুন্সী আঃ হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ এ.কে.এম ফজলুল হক জোয়ারদার আলমগীর, সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান বাচ্চু, বাবু মধু সূদন সাহা, সাজেদুর রহমান সেলিম, আসাদুজ্জামান আসাদ, দেবাশীষ রায় পার্থ, কবি শেখ নজরুল ইসলাম, বদরুল আলম নাঈম, আরিফুল হাসান উজ্জ্বল, আব্দুল মান্নান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক রফিকুল ইসলাম শাহীন, সাংস্কৃতিক সম্পাদক পল্টন সাহা, নির্বাহী সদস্য সাংবাদিক মাইনুল হক মেনু, মোঃ মিজানুর রহমানসহ নজরুল একাডেমির অন্যান্য সদস্যবৃন্দ, সাংবাদিক ও সর্বস্তরের মানুষ।
আলোচনা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ধুমকেতু’। সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন মোঃ শাহজাহান, আঃ রউফ খোকন, বাসনা রায় বৃষ্টি, অনুরাধা অন্যন্যা, প্রফেসার দোলোয়ার সানী মোঃ রফিকুল ইসলাম শাহীন, সামসুল আলম ও শিশু শিল্পী রূপন্তি, পরে কবিতা আবৃতির মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।