অধ্যাপক শেখ কামাল উদ্দিন:
জনতা ব্যাংক পিএলসি কসবা শাখার অ্যাসিস্ট্যান্ট অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম'র অবসরজনিত বিদায় উপলক্ষে বিকেল পাঁচটায় বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
জনতা ব্যাংক পিএলসি কসবা শাখার ম্যানেজার মোঃ মিজানুর রহমান সুমন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; ব্যাংকের ভবন মালিক রতন চন্দ্র সাহা, অবসরপ্রাপ্ত এজিএম মো. আবুল কাশেম, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মো. কামাল উদ্দিন, ব্যবস্থাপক মমিনুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক আবু সাঈদ মোহাম্মদ তারিফ।
জনতা ব্যাংক পিএলসি কসবা শাখায় কর্মরত অ্যাসিস্ট্যান্ট অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম দু'বারে প্রায় ৩৮ বছর এ শাখায় কর্মরত ছিলেন। তিনি ব্যাংকের কৃষি ঋণ সংক্রান্ত কর্মকাণ্ড যথাযথভাবে পালন করেছেন। তার কর্মস্পৃহায় সংশ্লিষ্ট শাখা অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়েছে আসছিল। তিনি সজ্জন হিসেবে সততার সহিত স্বীয় দায়িত্ব পালন করায় সহকর্মীগণ তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর বিদায়ে একজন অভিজ্ঞ ব্যাংকারকে বিদায় দেয়া হয়েছে বলে শাখা প্রধান মোহাম্মদ মিজানুর রহমান সুমন অভিমত ব্যক্ত করেন। বিদায়ী অতিথি রফিকুল ইসলাম বলেন, আমি এই শাখায় চাকরিকালে মোহাম্মদ আমিনুল ইসলাম রিয়াজসহ সকল কর্মকর্তা কর্মচারী অত্যন্ত আন্তরিকতার সহিত আমাকে সহায়তা করেছেন। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও খান জাহান আলী ও রায়হান নামের দুইজন অফিসার সদ্য অন্যত্র বদলি হন। বিদায়ী কর্মকর্তা সকলকেই বিদায়ী সংবর্ধনা, সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।