বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের বাজিতপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তিকে কিডন্যাপ, মারধর এবং জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর করানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। এ ঘটনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন দুই পক্ষ।
সোমবার(১৪ এপ্রিল) দুপুরে পৌরসদরের হরিসভা এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে মাইজচর ধোয়ানদী জলমহালের ইজারাদার সুশীল চন্দ্র দাস অভিযোগ করেন, ১৩ এপ্রিল রাতে তাকে স্থানীয় একটি চায়ের দোকান থেকে অপহরণ করা হয়। অভিযুক্তদের নেতৃত্বে ছিলেন দিলালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বাছির মিয়া।
সুশীলের দাবি, অস্ত্রের মুখে তাকে জিম্মি করে তিনটি স্ট্যাম্পে স্বাক্ষর করানো হয় এবং তার সাথে থাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। তিনি এ ঘটনায় বাজিতপুর থানায় লিখিত অভিযোগও দিয়েছেন।
অন্যদিকে, একই দিন রাতে দিলালপুর নদীর ঘাট এলাকায় পাল্টা সংবাদ সম্মেলন করে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেন।
যুবদল নেতা বাছির মিয়া বলেন, সুশীল চন্দ্র দাস তার বাবার ঘনিষ্ঠ ছিলেন এবং তার বাবার কাছ থেকে বিভিন্ন সময়ে মোট দশ লক্ষ টাকা নিয়েছিলেন। বাবার মৃত্যুর পর সেই টাকা ফেরত চাওয়ায় মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেন তিনি। তবে এ সংক্রান্ত কোনো লিখিত প্রমাণ বাছিরের পরিবারের কাছে নেই।
ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।