ঢাকা | বঙ্গাব্দ

সাপাহারে দৈনিক করতোয়ার সুবর্ণ জয়ন্তী উদযাপন

দেশের শীর্ষস্থানীয় আঞ্চলিক দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে নওগাঁর সাপাহারে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 12-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 38443 জন
সাপাহারে দৈনিক করতোয়ার সুবর্ণ জয়ন্তী উদযাপন ছবির ক্যাপশন: দৈনিক করতোয়ার সুবর্ণ জয়ন্তী উদযাপন
ad728



 স্টাফ রিপোর্টারঃ  দেশের শীর্ষস্থানীয় আঞ্চলিক দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে নওগাঁর সাপাহারে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে।


মঙ্গলবার বিকেলে সাপাহার প্রেসক্লাবে দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীনের আয়োজনে এবং সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে কেক কেটে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মুনিরুজ্জামান টকী, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাঈদুল ইসলাম।


এসময় সাপাহার প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাবুল আকতার, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও প্রেসক্লাব সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সাংবাদিক তছলিম উদ্দীন বলেন, “পঞ্চাশ বছরের নিরন্তর পথচলা, সত্য ও সাহসের কলমে মানুষের কথা বলার অঙ্গীকার— করতোয়া পত্রিকা আজ উদযাপন করছে গৌরবময় সুবর্ণ জয়ন্তী। পাঠক, সাংবাদিক, কর্মী ও শুভানুধ্যায়ীদের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন করতোয়াকে আজকের উচ্চতায় পৌঁছে দিয়েছে।”


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।