ঢাকা | বঙ্গাব্দ

এবার ঈদ করবেন মুক্ত পরিবেশে

দেড় দশকের বেশি সময় পরে বাধাহীন মুক্ত পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছেন চট্টগ্রামের বিএনপি-জামায়াতের নেতাকর্মী।
  • আপলোড তারিখঃ 30-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 19601 জন
এবার ঈদ করবেন মুক্ত পরিবেশে ছবির ক্যাপশন: ছবি:- সংগৃহীত
ad728

আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:   দেড় দশকের বেশি সময় পরে বাধাহীন মুক্ত পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছেন চট্টগ্রামের বিএনপি-জামায়াতের নেতাকর্মী। 

ঈদুল ফিতরকে কেন্দ্র করে চট্টগ্রামে যার যার সংসদীয় আসনে সাধারণ মানুষের সাথে সম্পৃক্ততা বাড়াতে জনসংযোগ করবেন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা। এটা নির্বাচনী অনানুষ্ঠানিক প্রচারণার এক বড় সুযোগ। এ উপলক্ষে থাকবে নানা আয়োজনও।

চট্টগ্রামে সংসদীয় আসন রয়েছে ১৬টি। আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে এসব আসনে বিএনপির অর্ধশতাধিক মনোনয়ন প্রত্যাশী ইতোমধ্যে মাঠে নেমে পড়েছেন।

চট্টগ্রামের ১৬ আসনে জামায়াতে ইসলামীও সবার আগে তাদের একক প্রার্থীর নাম ঘোষণা দিয়েছে। এ নিয়ে চাঙা হয়ে উঠেছে বিএনপি ও জামায়াতের রাজনৈতিক অঙ্গন।

নগরীর বিএনপির দীর্ঘদিনের সভাপতির দায়িত্বে থাকা বর্তমান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানান,২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে হাজার হাজার মামলার শিকার হয়েছেন। জেলে গেছেন বহুবার। নিহত হয়েছেন দলটির অসংখ্য নেতাকর্মী।আমি নিজেও ১০২টি মামলার শিকার হয়েছি। আমাকে জেলেও যেতে হয়েছে তিনবার। অসংখ্য মামলার কারণে আত্মগোপনেও থাকতে হয়েছে।

এমনকি সরকার বিরোধী আন্দোলন-সংগ্রামের কারণে আমাদের বাসায়ও বহুবার হামলা-ভাংচুরও হয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে আমার গাড়িও। এ কারণে সারাবছরই আতঙ্কের মধ্যে কাটাতে হতো,কখন গ্রেপ্তার করতে আসে আইনশৃঙ্খলা বাহিনী।

ঈদের সময় নেতাকর্মীদের নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে চাইলে কমিউনিটি সেন্টার ভাড়া দিতে চাইতো না অনেকে।দীর্ঘদিন পরে এবার সেই দৃশ্যপট পাল্টে গেছে। উদ্বেগ-উৎকণ্ঠা ছাড়া ভিন্ন এক আমেজে এবারের ঈদ উদযাপন করতে পারবো ইনশাআল্লাহ।

এই বিষয়ে মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে গোটা জাতি দীর্ঘদিন পর প্রভুত্বমূলক পারিবারিক রাজনৈতিক জমিদারি হতে মুক্তি পেয়েছে। ১৭ বছর ধরে গুম, খুন, মামলা, হামলা, গ্রেপ্তার,এমনকি জেলগেট থেকে পুনঃগ্রেপ্তার, জামিন না মঞ্জুর, আটকে রেখে নির্যাতন, নেতাকর্মীদের স্বজনদের হয়রানি এসব চলেছে।

তাই ঈদের আনন্দের মধ্যেও বনে জঙ্গলে ঘুরতে হয়েছে সবাইকে,ধান ক্ষেতেও রাত কাটাতে হয়েছে । আমরা গণমানুষের রাজনৈতিক দল হিসেবে মানুষের কাছে যেতে পারতাম না, এটা ছিল খুবই বেদনার। তবে এবার গোটা বাঙালি জাতি মুক্তির আনন্দে প্রথম ঈদ উদযাপন করতে যাচ্ছে। এবার আমরা জনগণের কাছে যাওয়ার সুযোগ পেয়েছি।

মাঠ পর্যায়ের কর্মী থেকে কেন্দ্রীয় নেতা-সবাই উচ্ছ্বসিত। সবাই এখন জনগণের কাছে গিয়ে খেদমত করার সুযোগ পেয়েছে, তাই আনন্দিত। মুক্ত আকাশে এই ঈদের জন্য আল্লাহ’র কাছে শোকরিয়া জানাই ও সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার