ঢাকা | বঙ্গাব্দ

আফগানিস্তান সফরে গেলেন মামুনুল হকসহ ৭ আলেম

  • আপলোড তারিখঃ 19-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2037 জন
আফগানিস্তান সফরে গেলেন মামুনুল হকসহ ৭ আলেম ছবির ক্যাপশন: মামুনুল হক ও মাওলানা আবদুল হামিদ (মধুপুরের পীর)। ছবি :- সংগৃহীত
ad728

ইমারাতে ইসলামিয়ার রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশি শীর্ষ আলেমদের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে গেছেন। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে তারা রাজধানী কাবুলে পৌঁছান।

দলটি সফরকালে তালেবান সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ উলামা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। মানবাধিকার ও নারী অধিকার ইস্যুতে পশ্চিমা সমালোচনার প্রেক্ষাপটে তারা সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এছাড়া দুই দেশের আলেমদের সম্পর্ক উন্নয়ন, কূটনৈতিক সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনায় অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিনিধি দল সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করবেন।

প্রতিনিধি দলে রয়েছেন— হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা  মামুনুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান। নেতৃত্ব দিচ্ছেন মাওলানা মামুনুল হক।

উল্লেখ্য, এর আগে ১৪ সেপ্টেম্বর মামুনুল হকসহ প্রতিনিধি দল পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যান। সেখানে তারা মক্কায় প্রবাসীদের সঙ্গে বৈঠক করেন এবং ১৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে আলোচনা করেন। ওমরাহ শেষে দুবাই হয়ে তারা কাবুলে পৌঁছান। সফর শেষে তাদের মধ্য এশিয়ার আরও কয়েকটি দেশ সফরেরও পরিকল্পনা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।