ঢাকা | বঙ্গাব্দ

কুলিয়ারচরে বিদায়ী ইউএনও সাবিহা ফাতেমাতুজ্-জোহরাকে সাংবাদিকদের সংবর্ধনা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা’কে স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 29-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 21056 জন
কুলিয়ারচরে বিদায়ী ইউএনও সাবিহা ফাতেমাতুজ্-জোহরাকে সাংবাদিকদের সংবর্ধনা ছবির ক্যাপশন: সাংবাদিকদের সংবর্ধনা
ad728



কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা’কে স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।


গত ২৮ আগস্ট বৃহস্পতিবার বিকালে তাঁর কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করেন সাংবাদিক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, মো. রফিক উদ্দিন, হারুন চৌধুরী, মুহাম্মদ মুছা, মো. নাঈমুজ্জামান নাঈম, মো. আরীফুল ইসলাম, মোছা. শরীফুন নেছা শুভ্রা, ফারজানা আক্তার, মৌসুমী আক্তার, মো. সবুজ মিয়া ও মো. আজিজুল ইসলাম। তাঁরা বিদায়ী ইউএনও’র হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁর কর্মদক্ষতা ও মানবিক আচরণের প্রশংসা করেন।


এদিন বিকালে উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক ও প্যানেল চেয়ারম্যানগণও তাঁকে ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন। তাঁদের মধ্যে ছিলেন—সালুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, রামদী ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মোস্তফা কামাল (কাজল), উছমানপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. লিটন মিয়া এবং ফরিদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুকও উপস্থিত ছিলেন।


সরকারি আদেশে সাবিহা ফাতেমাতুজ্-জোহরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি হয়েছেন। আগামী ২ সেপ্টেম্বর তিনি কুলিয়ারচর থেকে বিদায় নেবেন।


গত বছরের ১৯ আগস্ট তিনি কুলিয়ারচর উপজেলায় ইউএনও হিসেবে যোগ দেন। দায়িত্ব গ্রহণের পর সততা, কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের মাধ্যমে তিনি দ্রুতই সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং, ভেজাল প্রতিরোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জন্ম নিবন্ধনের জটিলতা নিরসনে তিনি নিরলস কাজ করে গেছেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করেছেন।


কুলিয়ারচরবাসী বলেন, সাবিহা ফাতেমাতুজ্-জোহরার মতো একজন মানবিক ও দক্ষ নির্বাহী অফিসার তারা আগে পাননি। তিনি প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সবার কাছে একজন ভালো মানুষের পরিচিতি পেয়েছেন। এলাকাবাসী তাঁর কর্মদক্ষতা ও সততায় গর্ববোধ করেন এবং ভবিষ্যতে আরও বড় দায়িত্বে তাঁকে দেখতে চান। বিদায়ী ইউএনও’র দীর্ঘায়ু ও কর্মজীবনের সাফল্য কামনা করেন কুলিয়ারচরবাসী।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।