ঢাকা | বঙ্গাব্দ

উপজেলা প্রশাসনের সহায়তা পেল আগুনে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবার

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে উপজেলা প্রশাসনের সহায়তা পেল আগুনে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবার। তখন প্রত্যেক পরিবারকে চাল, ডাল, আলো, পিঁয়াজ, লবণ, তৈলসহ প্রয়োজনীয় মসলা প্রদান করা হয়। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে উপজেলার পূর্বঅষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান এ সহায়তা প্রদান করেন।
  • আপলোড তারিখঃ 09-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 12739 জন
উপজেলা প্রশাসনের সহায়তা পেল আগুনে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবার ছবির ক্যাপশন: আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করছেন উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান ও অতিথিবৃন্দ। ছবি : জার্নাল অব কান্ট্রি।
ad728


স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে উপজেলা প্রশাসনের সহায়তা পেল আগুনে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবার। তখন প্রত্যেক পরিবারকে চাল, ডাল, আলো, পিঁয়াজ, লবণ, তৈলসহ প্রয়োজনীয় মসলা প্রদান করা হয়। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে উপজেলার পূর্বঅষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান এ সহায়তা প্রদান করেন।

এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, অফিসার ইনচার্জ রুহুল আমিন, মেডিকেল অফিসার ডা. নাসিফ হায়াত, সহকারী প্রোগ্রামার আনোয়ার পারভেজ, রূপালী ব্যাংক ব্যবস্থাপক মোকাররম হোসেন মুরাদ, পূর্বঅষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুরমা আক্তার, জার্নাল অব কান্ট্রি’র সম্পাদক নজরুল ইসলাম সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।

এখানে উল্লেখ্য যে, সেদিন (মঙ্গলবার) বেলা ১১টায় উপজেলার পূর্বঅষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া উত্তরপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৩টি হিন্দু পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হলে অষ্টগ্রাম ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত