ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহের কালিগঞ্জে বিজেপির পক্ষে হারুন-অর-রশিদের ব্যাপক গণসংযোগ

আগামী নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির মনোনয়ন প্রত্যাশী গরুর গাড়ি প্রতিকের পক্ষে বাংলাদেশ জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির আহবায়ক
  • আপলোড তারিখঃ 08-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 48196 জন
ঝিনাইদহের কালিগঞ্জে বিজেপির পক্ষে   হারুন-অর-রশিদের ব্যাপক গণসংযোগ ছবির ক্যাপশন: হারুন-অর -রশিদ
ad728


স্টাফ রিপোর্টার:

আগামী নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির মনোনয়ন প্রত্যাশী গরুর গাড়ি প্রতিকের পক্ষে বাংলাদেশ জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির আহবায়ক

মো. হারুন-অর-রশিদ ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গত কয়েকদিন ধরে দলীয় নেতাকর্মীদের নিয়ে ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারে এ গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। এসময় তাঁর সঙ্গে ছিলেন, বাংলাদেশ জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ লিখন, বিজেপি কালীগঞ্জ থানার রুহুল আমিন, তানভীর হাসান, তাজবীর হাসান, কামাল হোসেন, রিফান হোসেন, রাকিবুল ইসলামসহ স্থানীয় বিজেপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


গণসংযোগকালে সাবেক এই ছাত্রনেতা বলেন, তারুন্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষে বিজেপি চেয়ারম্যান জননেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামীর বাংলাদেশের নেতৃত্বে দিবেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরাও তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো, ইনশাআল্লাহ। 


তিনি আরও বলেন, ঝিনাইদহ-৪ আসনের কাঙ্খিত উন্নয়নে কাজ করতে চাই। আমরা বিশ্বাস করি, আগামী দিনের নেতৃত্ব তরুণদের হাতে। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত