ঢাকা | বঙ্গাব্দ

অষ্টগ্রামে খেলাফতে মজলিশের পরিচিতি সভা

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বাংলাদশে খেলাফতে মজলিশ কাস্তুল ইউনয়িন শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 25-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 217333 জন
অষ্টগ্রামে খেলাফতে মজলিশের পরিচিতি সভা ছবির ক্যাপশন: ছবি:- জার্নাল অব কান্ট্রি
ad728
অষ্টগ্রাাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:- কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে  বাংলাদশে খেলাফতে মজলিশ কাস্তুল ইউনয়িন শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৩.০০ ঘটিকায় কাস্তুল বাজারে  খেলাফতে মজলিশ কাস্তুল ইউনয়িন শাখার সভাপতি মুফতী ফয়জুদ্দীন-এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুফতী উবাইদুল্লাহ’র  সঞ্চালনায়  উক্ত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাও. মুহাম্মদ আলী।
এ সময় বক্তব্য রাখেন খেলাফতে মজলিশ অষ্টগ্রাম উপজলো শাখার  উপদেষ্টা মাও. আবদুর রহমান। সভাপতি, মাও. কেফায়েত উল্লাহ। সহ-সভাপতি, মাও. উসমান গণি।সাধারণ সম্পাদক, মাও. আসাদুল্লাহ। সাংগঠনিক সম্পাদক, মাও. তাফসির খান। ইসলামী আন্দোলন অষ্টগ্রাম উপজলো শাখার সাধারণ সম্পাদক, মাও. আতিকুর রহমান প্রমূখ।
সভায় বক্তরা সকল ইসলামিক দলগুলোকে একত্রে কাজ করার জন্য বিশেষভাবে আহ্বান করে বলেন, বিগত ১৭ বছরে আলেম উলামা সহ  দেশের আপামর জনতা অনেক ভূগান্তির শিখার হয়েছে। তাই সকলে এখন নতুন কিছুর প্রত্যাশা করে। আলেম উলামারা যদি এক প্লাটর্ফমে আসে ঐক্যবদ্ধ হয়। আমাদের বিশ্বাস জনগণ আলেমদের বরণ করে নিবে। কারণ একমাত্র ইসলামই পারে দুর্নীতি মুক্ত ন্যায়ভিত্তিক রাষ্ট পরিচালনা করতে। জনগণরে ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে। তাই আসুন সাবাই এক হয়, ইনসাফ ভিত্তিক রাষ্ট পরিচালনায় এগিয়ে আসি।
এ সময় সভায় উপস্থতি ছিলেন, সংগঠনটির অষ্টগ্রাম উপজলো শাখার সাবেক সভাপতি, মাও, আব্দুল বাসেত। জার্নাল অব কান্ট্রির বার্তা সম্পাদক মুহাম্মদ সুফিয়ান তাসদিক। ভাতশালা মদিনাতুল  উলূম মাদরাসার মুহতামীম, মাও. আনোয়ার রহমানী। মাও. শহিদুল্লাহ। মাও. ইরফান। কাবিরকান্দা মাদরাসার মুহতামীম, মাও. ইয়াকুব চিশতী। প্রমূখ।

মাগরীবের পূর্ব মুর্হুতে  উপদেষ্টা মাও. আবদুর রহমান সাহেব এর দোয়ার মাধ্যমে পরিচিতি সভার সমাপ্ত ঘোষনা করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান