ঢাকা | বঙ্গাব্দ

পানছড়িতে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা

  • আপলোড তারিখঃ 27-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 23570 জন
পানছড়িতে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

ইকবাল হোসাইন, পানছড়ি প্রতিনিধি, খাগড়াছড়ি। 
খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও উপজেলা যুব রেডক্রিসেন্ট এর সার্বিক সহযোগিতায় উপজেলার চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৭ আগস্ট ২০২৫) দিন ব্যাপি উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি মেঘবিন্দু চাকমার সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন। 
প্রতিযোগিতায় অভাব নয়, সামহ্যোন লোভই দুর্নীতির প্রধান কারণ ও তথ্য প্রযুক্তির সর্বাত্মক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে এবং  বৈষম্যহীন বাংলাদেশ গড়তে, দুর্নীতি নির্মূলের বিকল্প নেই বিষয়ের উপর উপজেলার সানরাইজ কিন্ডারগার্টেন, পুজগাং মূখ উচ্চ বিদ্যালয়, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ফাইনাল পর্যায়ে সানরাইজ কিন্ডারগার্টেন'কে পরাজিত করে পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রধান বক্তা ও বিজয়ী দলের মাঝে ক্রেষ্ট, সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন।
অন্যান্যদের মাঝে, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিমউদদীন,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  অরুপ চাকমা, প্রাথমিক শিক্ষক  ইন্সট্রাক্টর নুরুল করিম, চেঙ্গী সারিবালা  মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কিরন চাকমা, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম, সদস্য রুপম ত্রিপুরা সহ উক্ত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।