গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) দক্ষিণাঞ্চলের শহর কুয়েবের হাতে তাকে গুলি করা হয় বলে জানিয়েছে পুলিশ। মুহসিন হেন্ডরিকস নিজেকে ‘বিশ্বের প্রথম সমকামী ইমাম’ হিসেবে পরিচয় দিতেন।
তিনি কথিত একটি মসজিদে ইমামতি করতেন যেটি সমকামী ও মুসলিমদের ভিন্ন সম্প্রদায়ের মানুষদের জন্য নিরাপদ স্থান হিসেবে তৈরি করা হয়েছিল বলে তিনি নিজেই দাবি করতেন।
পুলিশ জানিয়েছে, গতকাল গাড়িতে করে যাচ্ছিলেন মুহসিন হেন্ডরিকস । ওই সময় প্রতিবন্ধকতা তৈরি করে তার গাড়িটির গতিরোধ করা হয়। এরপর তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ওই সময় তার সঙ্গে গাড়িতে তার চালক ছিলেন।
পুলিশ বিবৃতিতে বলেছে, “দুজন অজ্ঞাত ব্যক্তি মুখ ঢেকে একটি গাড়ি থেকে বের হয়। ওই সময় তারা মুহসিনের গাড়িতে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে এবং সেখান থেকে পালিয়ে যায়। মুহসিন গাড়ির পেছনে বসা ছিলেন। তার চালক তখন দেখেন তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।”
এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। বার্তাসংস্থা এএফপিকে পুলিশের এক মুখপাত্র ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছেন।
মুহসিন নিজেকে সমকামী হিসেবে ঘোষণা দেন ১৯৯৬ সালে। তিনি তার জন্মস্থান কেপ টাউনের ওয়েনবার্গে একটি কথিত মসজিদে ইমামতি করতেন।