স্টাফ রিপোর্টার:
গতকাল ২১ আগস্ট ২০২৫ ইং রোজ: বৃহস্পতিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক ও নান্দাইল উপজেলা শাখার আহ্বায়ক মুহাম্মাদ জহিরুল ইসলাম জহির আনুষ্ঠানিকভাবে তাঁর সকল সাংগঠনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
গতকাল (বৃহস্পতিবার) সংগঠনের কেন্দ্রীয় ও জেলা সভাপতি বরাবর জমা দেওয়া এক লিখিত পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, “সংগঠনে আমার বিশেষ প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না বিধায়, ব্যক্তিগত কারণে আমি উপরোক্ত দায়িত্ব থেকে পদত্যাগ করছি। তবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আদর্শ ও নীতিকে সর্বদা শ্রদ্ধা ও সমর্থন করে যাবো ইনশাআল্লাহ।”
দীর্ঘদিন ধরে তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে ময়মনসিংহ জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক হিসেবে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়াও নান্দাইল উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে তিনি স্থানীয় পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে কাজ করেছেন।
পদত্যাগপত্রে মুহাম্মাদ জহিরুল ইসলাম জহির সংগঠনের সকল দায়িত্বশীল, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “সংগঠনের প্রতিটি দায়িত্বশীল আমাকে যেভাবে সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, তা আমি আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবো। আমি সর্বদা দোআ করি—ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আরও সুসংগঠিত হয়ে আদর্শ দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করুক।”
উল্লেখ্য, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশের অন্যতম রাজনৈতিক ইসলামী ছাত্র সংগঠন, যা শিক্ষা, নৈতিকতা ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় কাজ করে আসছে। সংগঠনটির কেন্দ্র থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত কার্যক্রম পরিচালনায় দায়িত্বশীলরা গুরুত্বপূর্ণ অবদান রাখেন।