ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয় পরিদর্শনে মাধ্যমিক শিক্ষা অফিসার

ময়মনসিংহের গফরগাঁওয়ে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাখখারুল ইসলাম।
  • আপলোড তারিখঃ 17-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 13083 জন
গফরগাঁওয়ে খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয় পরিদর্শনে মাধ্যমিক শিক্ষা অফিসার ছবির ক্যাপশন: পরিদর্শনের পর শিক্ষকদের সাথে মাধ্যমিক শিক্ষা অফিসার
ad728


রফিকুল ইসলাম খান,গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাখখারুল ইসলাম। 

এসময় উপজেলার জদরকালী স্কুলের সহকারী প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ খবর নেয়া এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন তিনি। এছাড়াও বিদ্যালয় পরিদর্শনে তিনি সন্তুষ্ট প্রকাশ করেছেন।

খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীনা দেবনাথ বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাখখারুল ইসলাম শিক্ষার্থীদের পড়াশোনা খবর নেন। স্কুল বিকাল ৪ টা পর্যন্ত চলে কিনা এবং EFT এর মাধ্যমে যাদের বেতনের সমস্যা আছে তাদেরকে দ্রুত অন-লাইনে আবেদনের মাধ্যমে ঠিক করতে পরামর্শ দেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

অষ্টগ্রামে পারিবারিক খামার স্থাপন, সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান