ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ইরফান হাসান মান্নান গ্রেফতার

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ইরফান হাসান মান্নান তানিমকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সকালে নগরীর ফিরিঙ্গি বাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
  • আপলোড তারিখঃ 28-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 102416 জন
চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ইরফান হাসান মান্নান গ্রেফতার ছবির ক্যাপশন: ছাত্রলীগ নেতা ইরফান হাসান মান্নান
ad728


আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ইরফান হাসান মান্নান তানিমকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সকালে নগরীর ফিরিঙ্গি বাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।


গ্রেফতার হওয়া ইরফান হাসান মান্নান তানিমের (৪০) বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায়। তার বাবা মরহুম ডা. এম এ মান্নান বোয়ালখালীর সংসদ সদস্য ছিলেন। তার মা হাসিনা মান্নানও সংরক্ষিত আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন।


তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বলে পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম জানান, তানিমের বিরুদ্ধে বিস্ফোরক আইনে কোতোয়ালী থানায় একটি মামলা আছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত