ঢাকা | বঙ্গাব্দ

নবীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি"—এই প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ পালিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 10-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1399 জন
নবীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন ছবির ক্যাপশন: দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ । ছবি :- জার্নাল অব কান্ট্রি
ad728

কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি"—এই প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ পালিত হয়েছে।

সোমবার(১০ মার্চ) সকাল ১১টায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে র‍্যালি, ফায়ার সার্ভিস মহড়া ও আলোচনাসভার মধ্যদিয়ে এ দিবসটি উদযাপন করা হয়।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজন মিয়া, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, ফায়ার স্টেশন কর্মকর্তা দেবব্রত সরকার, ইউপি চেয়ারম্যান আল ইমরান, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানাহ কার্যক্রম পরিচালিত হয়। তাছাড়া ফায়ার সার্ভিস মহড়ার মাধ্যমে দুর্যোগকালীন প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
notebook

৬০ বিজিবি’র খাদলা বিওপির অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন