গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসন আয়োজনে তিন দিনব্যাপী 'ভূমি মেলা-২০২৫' এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
গতকাল মঙ্গলবার (২৭ মে) বিকেলে উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি'র সভাপতিত্বে ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা, ভিডিওচিত্র প্রদর্শনী, ভূমি সম্পর্কিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় ভূমি মেলা-২০২৫ উপলক্ষে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন সালটিয়া ইউনিয়নের নায়েব শওকত আলম, পাইথল ইউনিয়নের নায়েব মোঃ শামীম, সর্বোচ্চ করদাতা ডাঃ কে. এম. এহছান এডভোকেট, মোঃ ইছহাক চেয়ারম্যান ও মোঃ লানছু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ ও মেলায় আগত দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। পরে মেলায় অংশগ্রহণকারী স্টলসমূহকে বিভিন্ন ক্যাটাগরিতে এবং সর্বোচ্চ করদাতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।