ঢাকা | বঙ্গাব্দ

নাসিরনগরে পৃথক ঘটনায় দুই দিনে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই দিনে পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামে বাক–লংগন নদীতে ডুবে প্রাণ হারায় তানিশা মনি (৫) ও তাবাসসুম (৪)। নিহত তানিশা মনি কদমতলী গ্রামের জুনায়েদ মিয়ার মেয়ে এবং তাবাসসুম একই গ্রামের দুলাল মিয়ার মেয়ে।
  • আপলোড তারিখঃ 10-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 40987 জন
নাসিরনগরে পৃথক ঘটনায় দুই দিনে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নাসিরনগরে পৃথক ঘটনায় দুই দিনে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু


🖊️ লায়ন মুহাম্মদ কামাল হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই দিনে পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে।


শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামে বাক–লংগন নদীতে ডুবে প্রাণ হারায় তানিশা মনি (৫) ও তাবাসসুম (৪)। নিহত তানিশা মনি কদমতলী গ্রামের জুনায়েদ মিয়ার মেয়ে এবং তাবাসসুম একই গ্রামের দুলাল মিয়ার মেয়ে।


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় দুই শিশু বাড়ির পাশের দোকান থেকে ঝাল মুড়ি কিনে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘাটলায় বসে ছিল। কিছুক্ষণ পর স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় তাদের দেহ দেখতে পান। পরে নৌকায় থাকা লোকজন দ্রুত এগিয়ে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।


এরপর রবিবার (১০ আগস্ট) দুপুরে চাতলপাড় ইউনিয়নের বড়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের খালে ব্রীজ থেকে পড়ে পানিতে ডুবে বড়নগর গ্রামের আলগাবাড়ির নাঈম (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়।


টানা দুই দিনে তিন শিশুর মৃত্যুর ঘটনায় গোয়ালনগর ও চাতলপাড় ইউনিয়নে নেমে এসেছে গভীর শোক। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল শিশুদের পানির ধারে একা যেতে না দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।