ঢাকা | বঙ্গাব্দ

হাওর ভ্রমণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাগণ

কিশোরগঞ্জের হাওর বেষ্টিত, অনন্য ও মনোমুগ্ধকর উপজেলা অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন। যার প্রাকৃতিক সৌন্দর্য, জলাভূমি, নদীনালা, হাওরের পানিতে জাহাজের মতো ভাসমান ছোট ছোট গ্রাম, আর এসব গ্রামে সাধারণ মানুষের সহজ সরল জীবন যাপন সারা দেশে এই হাওর অঞ্চলকে করেছে অনন্য।
  • আপলোড তারিখঃ 10-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 41622 জন
হাওর ভ্রমণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাগণ ছবির ক্যাপশন: অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন কিশোরগঞ্জ জেলার মাষ্টার ট্রেনার হাবিবুর রহমান।
ad728

হাওর ভ্রমণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাগণ


মো. হাবিবুর রহমান : 


কিশোরগঞ্জের হাওর বেষ্টিত,  অনন্য ও মনোমুগ্ধকর উপজেলা অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন। যার প্রাকৃতিক সৌন্দর্য, জলাভূমি, নদীনালা, হাওরের পানিতে জাহাজের মতো ভাসমান ছোট ছোট গ্রাম, আর এসব গ্রামে সাধারণ মানুষের সহজ সরল জীবন যাপন সারা দেশে এই হাওর অঞ্চলকে করেছে অনন্য। 


সম্প্রতি এই হাওর ভ্রমণে এসেছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের প্রশাসনিক কর্মকর্তা  মোহাম্মদ রাসেদ মজুমদার।


 তিনি হাওরের সৌন্দর্য সম্পর্কে বলেন, বর্ষাকালে অষ্টগ্রামটাকে আমার কাছে এক ভাসমান দ্বীপের মতো মনে হয়। চারদিকের হাওরের বিস্তীর্ণ জলরাশি, নৌকা চলাচল, মাছ ধরার খুব ভালো লেগেছে ।


সাথে ছিলেন একই বিভাগের গণসংযোগ কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন।  তিনি বলেন, কিশোরগঞ্জের শারীরিক শিক্ষা পরিবার আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে ওনাদের অতিথি পরায়ণতা আমাদের মুগ্ধ করেছে। আর হাওরের সৌন্দর্যে আমরা এতটাই মুগ্ধ যে, এখান থেকে ফিরে যেতে মন চাইছিলনা।


এর আগে তারা অষ্টগ্রামে আসলে অষ্টগ্রাম হোসেনিয়া ফাজিল মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক ও কিশোরগঞ্জ জেলা মাস্টার ট্রেইনার মো. হাবিবুর রহমান তাদের ফুল দিয়ে স্বাগত জানান।


এ সময়  জেলা মাষ্টার ট্রেইনার, (শারীরিক শিক্ষা), মশিউর রহমান, জেলা মাষ্টার ট্রেইনার  (শারীরিক শিক্ষা) সৈয়দ আশরাফুল ইসলাম, জেলা মাষ্টার ট্রেইনার (শারীরিক শিক্ষা) খোরশেদ আলম, হুমায়ুন আহমেদ, মোঃ আহম্মাদুল কবিরসহ বিভিন্ন জেলার মাস্টার ট্রেইনারগণ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।