ঢাকা | বঙ্গাব্দ

কটিয়াদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমি নষ্ট করায় ১ লক্ষ টাকা জরিমানা

কিশোরগঞ্জের কটিয়াদীতে আড়িয়ালখাঁ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি নষ্ট ও ভরাট করার অপরাধে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করে, তা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
  • আপলোড তারিখঃ 27-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 8245 জন
কটিয়াদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমি নষ্ট করায় ১ লক্ষ টাকা জরিমানা ছবির ক্যাপশন: বালু উত্তোলনের ছবি
ad728


মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার : 

কিশোরগঞ্জের কটিয়াদীতে আড়িয়ালখাঁ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি নষ্ট ও ভরাট করার অপরাধে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করে, তা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আড়িয়ালখাঁ নদীর ব্রীজের পশ্চিম তীরে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাইদুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের চরমান্দালিয়া গ্রামের বাসিন্দা মৃত আবদুল বারিকের ছেলে বালু ব্যবসায়ী মাহফুজুর রহমানকে এ অর্থদণ্ড দেওয়া হয়।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা দৈনিক দিনকালকে বলেন, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে রাতের আধারে আড়িয়ালখাঁ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি নষ্ট ও ভরাট করে আসছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বালু ব্যবসায়ী মাহফুজুর রহমানকে পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, তাকে ১ লক্ষ টাকা জরিমানা করে, তা আদায় করা হয়েছে। সে এ ধরনের অবৈধ কাজ করবে না বলে মুচলেকা দিয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল