শরীয়তপুর প্রতিনিধি:
জাতীয় শিক্ষক ফোরাম শরীয়তপুর জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে জেলা শহরের শামীম প্লাজায় এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন, জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন গাজী।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক এস. এম. আহসান হাবিব।
বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরাম শরীয়তপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আনোয়ারুল হক, বাংলাদেশ মুজাহিদ কমিটি শরীয়তপুর জেলা শাখার ছদর আলহাজ্ব মুফতি ফেরদৌস আহমদ প্রমুখ।
কাউন্সিল অধিবেশনে ২০২৫-২৬ সেশনের জন্য মাওলানা আলী আজগরকে সভাপতি, এইচ এম কুদ্দুস সহ-সভাপতি, এমএম হাফিজুর রহমান সাধারণ সম্পাদক ও মাস্টার দেলোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
পরে প্রধান অতিথি কর্তৃক নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ ও বিশেষ দোয়া এবং মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়।