ঢাকা | বঙ্গাব্দ

‎পানছড়িতে তিন বিজিবির ইফতার সামগ্রী বিতরণ। ‎

‎খাগড়াছড়ির পানছড়িতে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ৩ বিজিবি লোগাং জোন। ‎ ‎শুক্রবার ( ২১ মার্চ ) বিকাল ৫ ঘটিকার সময় হাসান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক ও লোগাং জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া'র উপস্থিতিতে ১২০ জন অসহায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়।
  • আপলোড তারিখঃ 21-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 202635 জন
‎পানছড়িতে  তিন বিজিবির ইফতার সামগ্রী বিতরণ।   ‎ ছবির ক্যাপশন: ‎পানছড়িতে তিন বিজিবির ইফতার সামগ্রী বিতরণ। ‎
ad728


‎পানছড়ি প্রতিনিধি:

‎খাগড়াছড়ির পানছড়িতে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ৩ বিজিবি লোগাং জোন।

‎শুক্রবার ( ২১ মার্চ ) বিকাল ৫ ঘটিকার সময়  হাসান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক ও লোগাং জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া'র উপস্থিতিতে ১২০ জন  অসহায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়।

‎এসময় জোন অধিনায়ক বলেন, পার্বত্য এলাকার শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষে জনকল্যাণমূলক কর্মসূচীর কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশ মাতৃকার সেবায় সীমান্তে কঠোর নিরাপত্তা বিজিবি কাজ করে যাচ্ছে। একই সাথে পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।

‎বিতরণকালে ৩ বিজিবি লোগাং জোনের স্টাফ কর্মকর্তাগন ছাড়াও বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী সহ উপকারভোগীগন উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান